জলঢাকায় পুজা উদযাপন পরিষদের ৪ ইউনিয়নে কমিটি গঠন

মর্তুজা ইসলাম,  জলঢাকা প্রতিনিধিঃ
"ধর্ম যার যার রাষ্ট্র সবার" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ৪টি ইউনিয়নে কমিটি গঠন করেছে উপজেলা পুজা উদযাপন পরিষদ। এ উপলক্ষে রবিবার বিকেলে উপজেলার গুলমুণ্ডা ইউনিয়নের চারআনি পুর্বপাড়া হরি মন্দিরে  ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন ধর্মানুরাগী দেবেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী দুই বছরের জন্য সম্মেলনে হরেন্দ্রনাথ রায়কে সভাপতি ও সুবল চন্দ্র রায়কে সাধারন সম্পাদক করে দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর আগে ২৭ এপ্রিল গোলনা ইউনিয়নে উদয় শংকর মহন্ত কে সভাপতি ও ভুপাল চন্দ্র রায়কে সাধারন সম্পাদক,  ৪ মে শিমুলবাড়ী ইউনিয়নে পরবানন্দ রায়কে সভাপতি ও সুশীল কুমার রায়কে সাধারন সম্পাদক একই তারিখে ধর্মপাল ইউনিয়নে দীলিপ কুমার রায়কে সভাপতি ও কেশব চন্দ্র রায়কে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট করে কমিটি গঠন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জ্যোতিষ চন্দ্র সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু অনিল কুমার রায়। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সুরেশ চন্দ্র রায়, প্রভাষক লিটন কর্মকার, প্রকাশ চন্দ্র রায়, প্রভাষক গনেশ রায়, নিরিবিন্দু রায়, কুলো চন্দ্র রায়, ধীরাজ বিস্বাস, বিকাশ রায়, রনজিৎ কুমার শীতল প্রমু্খ। উপজেলার সকল ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনের সমন্বয়কের দায়িত্ব পালন করছে উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রভাষক অবিনাশ রায়। পর্যায়ক্রমে উপজেলার পৌরসভা সহ ১১টি ইউনিয়নে উপজেলা পুজা উদযাপন পরিষদ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান সমন্বয়ক অবিনাশ রায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 6721000055312398036

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item