সৈয়দপুরে রেলওয়ে জেলা স্কাউটস্’র ব্যবস্থাপনায় প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুরে রেলওয়ে জেলা স্কাউটস’র ব্যবস্থাপনায় প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ(বৃহস্পতিবার) বাংলাদেশ স্কাউটস্ এর অর্থায়নে বাংলাদেশ স্কাউটস্ রেলওয়ে অঞ্চল দিনব্যাপী ওই ওরিয়েন্টেশন কোর্স পরিচালনা করে। সকালে সৈয়দপুর রেলওয়ে কারখানার ট্রেনিং সেন্টারে  দিনব্যাপী কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) ও  রেলওয়ে জেলা স্কাউটস্’র সভাপতি মুহাম্মদ কুদরত-ই- খুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় বৈদ্যূতিক প্রকৌশলী ও সৈয়দপুর রেলওয়ে জেলা স্কাউটস্’র সহ-সভাপতি মো. শফিকুর রহমান।
এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে জেলা স্কাউটস্ এর সম্পাদক মো. দেলোয়ার হোসেন মন্ডল।
অনুষ্ঠানে সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন প্রকৌশলী শাহ্ সুফী নুর মোহাম্মদ, জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী মুহাম্মদ রাশেদুল আমীন, এইএন / ইনচার্জ মো. সিদ্দিকুল আলম, সাবেক সম্পাদক ও সহকারী জেলা কমিশনার মো. মোজাহারুল ইসলাম, যুগ্ম -সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা স্কাউটস্ লিডার মো. আনোয়ার হোসেন, জেলা কাব লিডার মামুনুর রশীদ করিম,  জেলা রোভার লিডার রেজা হাসান,কোষাধ্যক্ষ আবুল হোসেন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কোর্স পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস্ পার্বতীপুর রেলওয়ে জেলার সহকারী
লিডার ট্রেনার শেখ আব্দুল্লাহ্।  কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় মেডিক্যাল অফিসার ডা. শামীম আরা, জেনারেল প্র্যাকটিশনার ডা.  এ এফ এম তৈয়ব হোসেন ও সৈয়দপুর রেলওয়ে কারখানার ডেন্টাল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন। কোর্সে বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর রেলওয়ে জেলা স্কাউটস’র ১৯টি ইউনিটের ৪০ জন অংশ নেন। এদের মধ্যে ছিল ইউনিট লিডার রোভার একজন, ইউনিট লিডার স্কাউট ১২জন, ইউনিট লিডার কাব ১৭ জন ও রোভার সদস্য ১০জন।   

পুরোনো সংবাদ

নীলফামারী 215294878614836338

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item