রংপুরের পাগলাপীরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে বৌ শাশুড়ী সহ নিহত ৩ আহত ৪

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে বৈদ্যুতিক পোল বহনকারী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ্যা¤ু^লেন্স দুমড়ে মুচরে গর্ভবতী পুত্রবধু মনি বেগম, চাচী শাশুড়ী রুপিয়া বেগম ও হেল্পার তুষার সহ ৩ জন নিহত এবং চালকসহ ৪ জন গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টায় রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের পাগলাপীরের পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনে এ মর্মান্তিক দূঘর্টনাটি ঘটেছে। নিহতরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ীর বৈরবাড়ী গ্রামের বিশিষ্ট সাংবাদিক মরহুম আশরাফ আলীর কন্যা গর্ভবতী মোছাঃ মনি বেগম ও তার চাচী শাশুড়ী মোছাঃ রুপিয়া বেগম স্বামী মৃত আব্দুল আজিজ, এ্যাম্বুলেন্সের হেল্পার তার বাড়ী রংপুরে এবং আহতরা হলেন নিহত মনির মা ছফুরা বেগম, ভাই জুয়েলুর রহমান ও এ্যাম্বুলেন্সের চালক। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশ জানান দূঘর্টনা কবলিত এ্যাম্বুলেন্সটি মনি ও তার পরিবারের লোকজনকে নিয়ে বীরগঞ্জ হতে রংপুর আসার পথে উক্ত স্থানে সৈয়দপুর দিনাজপুরগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বিআরটিসিকে সাইড দিতে গিয়ে দাড়িয়ে থাকা বৈদ্যুতিক পোলভর্তি ঢাকা মেট্রো-ট-১৪-৮৭২৭ নম্বরের ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে এ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচরে যায়। ঘটনাস্থলে গর্ভবতী মনি মারা যায় এবং চাচী শাশুড়ী রুপিয়া বেগম ও এ্যাম্বুলেন্সের হেল্পার তুষার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাদের শারীরিক অবস্থা আশংকাজনক বলে পরিবারের সদস্য আখিকুল ইসলাম সাংবাদিককে জানান। এদিকে দূঘর্টনার পর সড়কে দাড়িয়ে থাকা বৈদ্যুতিক পোলভর্তি ট্রাকটিকে হাইওয়ে পুলিশ থানায় নিয়ে গেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 2995506342027063511

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item