সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা গতকাল (শনিবার) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ - ২০১৮ (২৬ মার্চ - ১ এপ্রিল) পালনে কর্মসূচি গ্রহনের লক্ষ্যে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই সভা হয়েছে।
এতে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির(দুপ্রক) সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ সভাপতিত্ব করেন।
সভার শুরুতেই সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু  দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক  গৃহিত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের কর্মসূচির বিষয়ে তুলে ধরেন। পরে এর ওপর আালোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল বাসির মিয়া, সদস্য প্রধান শিক্ষিকা মির্জা জহুরা আক্তার, প্রধান শিক্ষিকা শিউলি পারভিন ও অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল প্রমুখ।
সভায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ - ২০১৮ যথাযথভাবে পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মর্সূচির মধ্যে রয়েছে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে ২৬ মার্চ ঈস্খথম প্রহরে শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ।  আগামী ২৭ মার্চ পদযাত্রা। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,সততা সংঘের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেবে। প্রতিরোধ সপ্তাহের শেষ দিনে ১ এপ্রিল রবিবার রয়েছে  এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
  ওই দিন  সকাল ১১ টায়  সৈয়দপুর শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ।

পুরোনো সংবাদ

নীলফামারী 2550265424651761559

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item