উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করায় জলঢাকায় আনন্দ উৎসবে জনতার ঢল

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন এবং বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। এ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় সম্মিলিত শিল্পীগোষ্ঠীর উদ্দ্যোগে হাইস্কুল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্দ্যোক্তা ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেলের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু। এসময় সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী অফিসার ও জলঢাকাবাসীর প্রিয়মুখ রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান সস্ত্রীক  মঞ্চে উঠলে উপস্থিত হাজার হাজার জনতা করতালি দিয়ে অভিনন্দন জানান। অভিনন্দনের জবাবে তিনি বলেন জলঢাকাবাসীর এই ভালোবাসা আমাকে ঋনী করে তুলেছে। আমি যেখানেই থাকি আপনাদের কথা কোনদিন ভুলবনা।
এসময় বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপেজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, পৌর আঃলীগের সাধারন সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু প্রমু্খ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জহির ইমাম, উপজেলা প্রকৌশলী হারুন-অর রশীদ, কাষ্টমস ইন্সপেক্টর আব্দুস সালামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ। পরে স্থানীয় ও অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত হাজার হাজার দর্শকমহলকে উৎসবে মাতিয়ে তোলে। অনু্ষ্ঠানটি পরিচালনা করেন মর্তুজা ইসলাম ও কণ্ঠশিল্পী নাজমুল ইসলাম সুমন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5750167183839144263

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item