ডোমার জুয়া ও লটারীর জমজমাট আসর শিশুদের দিয়ে চলছে টিকেট বিক্রি।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে বারুনী মেলার নামে চলছে জুয়া ও লটারীর জমজমাট আসর। আর এসকল অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে কোমলমতি শিশুদের। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লটারী  ও জুয়া বন্ধ করে দিলেও, অজানা খুটির জোরে ফের চালু করেছে আয়োজক কমিটি। জানাগেছে, উপজেলার বামুনিয়া ইউনিয়নের দক্ষিন বারোবিশা বামুনিয়া শিববারুনী বঙ্গমাতা পুঁজা উদযাপন কমিটি উদ্যোগে রবিবার(২৫ মার্চ) থেকে শিব বারুনী মেলার নামে চলছে লটারীর টিকিট বিক্রির মহাউৎসব। আর একাজে ব্যাবহার করা হচ্ছে  এলাকার কোমলমতি শিশুদের। অপরদিকে মেলাকে ঘিরে চলছে প্রকাশ্যে জুয়া। এ চক্রটি ৬ গুটি, তাস, কাটা খেলা ও লটারীর মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা  হাতিয়ে নিচ্ছে। তারা সাধারণ মানুষের পকেট কাটতে অভিনব কৌশলে ঢাক-ঢোল পিটিয়ে, পুরো এলাকায় মাইকিং করে ২০টাকা মুল্যের টিকিটে হালের গরু, টিভি ও মোবাইল সহ নানা আকর্ষনীয় পুরস্কারের লোভ দেখাচ্ছে। কার অনুমতিতে লটারী ও জুয়ার আসর বসিয়েছেন আয়োজক কমিটির বেলাল হোসেনকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রশাসনের উপর লেবেলে অফিসারের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারাই অনুমতি দিয়েছে। এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী প্রতিবেদককে জানান, আমি মেলায় সব ধরনের জুয়া বন্ধের জন্য ইতি মধ্যে পুলিশ পাঠিয়েছি। এবিষয়ে ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট জানান, মেলায় কোন জুয়া চলছে না, শুধু মাত্র লাকী কুপন ছাড়া হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2356616335849907729

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item