গঙ্গাচড়া উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের নবগঠিত কমিটি

সফিয়ার কাজল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

উপজেলার প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সমন্বয়ে গঠিত উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের পূর্বের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২ ফেব্রুয়ারী নতুন কমিটি গঠিত হয়। এতে প্রেসক্লাব সভাপতি আব্দুল মজিদ  (ভোরের কাগজ/নিউজ জি ২৪ ডট কম) পুনরায় সভাপতি এবং রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সম্পাদক নির্মল রায় (ভোরের পাতা/আমাদের প্রতিদিন/বজ্রকন্ঠ ডট কম) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমন্বয় পরিষদ সভাপতি আব্দুল মজিদ।
সভা পরিচালনা করেন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও রিপের্টার্স ইউনিটির সভাপতি জাকিরুল ইসলাম মন্টু। সভায় সভাপতি আব্দুল মজিদ তার বক্তব্যে বলেন, নিজেদের মধ্যে হলুদ সাংবাদিকতা থাকলে তা পরিত্যাগ করতে হবে। সে সাথে গঙ্গাচড়া উপজেলা থেকেও হলুদ সাংবাদিকতা প্রতিরোধ করতে হবে। এজন্য অত্র সাংবাদিক সমন্বয় পরিষদ স্বোচ্চার থাকবে। সভাপতির বক্তব্যকে সমর্থন জানিয়ে সভায় সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন- সহসভাপতি ইসমাইল হোসেন (দৈনিক দাবনল), জাকিরুল ইসলাম মন্টু (দৈনিক জরুরী সংবাদ/বাহের সংবাদ) ও আব্দুল হাকিম হাকিম (দৈনিক নতুন স্বপ্ন), যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন (দৈনিক বজ্রশক্তি) ও আখতারুজ্জামান মিলন (ভোরের দর্পন দৈনিক বাহের সংবাদ), সাংগঠণিক সম্পাদক আব্দুল মতিন অভি (দৈনিক মাতৃছায়া/দৈনিক সাইফ), সহ-সাংগঠণিক সম্পাদক সফিয়ার কাজল (দৈনিক গণআলো), কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম (দৈনিক আজকালের খবর), সোহাগি বেগম সুমি (দৈনিক অর্জণ) সহ মোট ১৯ সদস্যের এ কমিটি আগামী ২০২০ সালের ১ ফেব্রুয়ারী পর্যন্ত দ্বি-বাষিক মেয়াদে বলবৎ থাকবে।

পুরোনো সংবাদ

রংপুর 5414750282243724844

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item