জলঢাকায় নলকুপের পানি ফেলাকে কেন্দ্র করে নিহত ১ ॥ আটক ৩

মর্তুজা ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় নলকুপের পানি ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নজরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর শ্যামপুর পাড়ার আবু মামুদের ছেলে। থানা সুত্রে জানা যায়,নলকুপের পানি জমিতে ফেলা নিয়ে রবিবার সন্ধ্যায় পাশ্ববর্তী মৃত জামাল উদ্দিনের ছেলে মনিরুদ্দিনের সঙ্গে কথা কাটা কাটির এক পর্যায়ে মনিরুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম ধাঁরালো অস্ত্র দিয়ে নজরুল ইসলামের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মুত্যুবরন করেন নজরুল ইসলাম। তাঁর মৃত্যুর খবর জানার পর মনিরুদ্দিনসহ তাঁর দুই ছেলে রশিদুল ইসলাম ও রবিউল ইসলাম গ্রাম থেকে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে আটককৃতদের উদ্বার করে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্ততি চলছে। ঘটনার সত্যাতা স্বীকার করে থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আশরাফুজ্জামান বলেন,এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্ততি চালাচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4869537778484277579

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item