সৈয়দপুরে প্রধান শিক্ষক আবদুস্ সামাদ শাহ্’র পিতার ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস্ সামাদ শাহ্’র পিতা আবদুস্ সাত্তার শাহ্ বার্ধক্যজনিত কারণে আজ(মঙ্গলবার) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .  . . রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ৪ মেয়ে সন্তান,নাতী-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব,শুভাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর মরহুমের বাড়ি সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় এলাকার বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও নারী ভাইস্ চেয়ারম্যান রওনক জাহান রিনু, সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, মো. রুহুল আমিন প্রধান, মোছা. মুশারাত জাহান মিলি, রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির(এসএমসি) সভাপতি মো. নজরুল ইসলাম রয়েল, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ লুনার এবং সৈয়দপুর উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
 প্রসঙ্গত, মরহুম আবদুস সাত্তার শাহ্ ছিলেন চিরিরবন্দরের উত্তর পলাশবাড়ী জববারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. আবদুস্ সালাম শাহ্ ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. ইউনুস আলী শাহ’র বাবা এবং কয়া-গোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল্লাহ্ -আল- মামুন এবং বড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস, এম, মাহাবুবুল আলম মিলনের দাদা।

পুরোনো সংবাদ

নীলফামারী 841179885463946807

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item