কারমাইকেল কলেজে প্রগতিশীল ছাত্রজোটের ডাকে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত

হাজী মারুফ

নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর হামলাকারীদেও বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোট কারমাইকেল কলেজ শাখার ডাকে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের সর্মথনে সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান করে ও দফায় দফায় পুরো ক্যাম্পাসজুড়ে মিছিল করে। সকালে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি হোজায়ফা সাকওয়ান জেলিড। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি প্রদীপ বর্মন, ছাত্র ফেডারেশন জেলার সাবেক আহবায়ক প্রত্যয়ী মিজান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক আশিকুল ইসলাম তুহিন, ছাত্র ইউনিয়ন কলেজ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাপ্পী, ছাত্র ফেডারেশনের কলেজ সহ-সভাপতি মধূসুদন রায়। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট কলেজ সাধারণ সম্পাদক ইমরান সরকার। নেতৃবৃন্দ, ধর্মঘটের নি¤েœাক্ত চারদফা দাবি তুলে ধরেন এবং বাস্তবায়নের দাবি জানান। ২৩ জানুয়ারি আন্দোলনরত নিপীড়নবিরোধী শিক্ষার্থীদে ওপর ছাত্রলীগের হামলাকারীদে দ্রুত গ্রেফতার ও বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। উপাচার্য কার্যালয়ের সামনে গত ১৫ জানুয়ারি শিক্ষার্থীদেও ওপর নির্যাতনের সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসন কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সন্ত্রাস দখলদারিত্বমূক্ত শিক্ষান পরিবেশ নির্মাণ করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ঢাকার সাত কলেজের সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। হামলায় আহত শিক্ষার্থীদের ব্যয়ভার প্রশাসনকে বহন করতে হবে। সেইসঙ্গে, সকল শিক্ষার্থীকে ধর্মঘট সফল করার জন্য অভিনন্দন এবং আগামীদিনে ছাত্রজোটের আন্দোলনে যুক্ত থাকার আহবান জানান।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6811802299143558942

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item