বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার.............মতিয়া চৌধুরী

হাজী মারুফ


ঃ  কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে যে কর্ম-পরিকল্পনা গ্রহন করেছে তা বাস্তবায়নে কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, কৃষিগবেষক ও মাঠ পর্যায়ে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কৃষির উন্নয়নে কোন কর্মকর্তার কোনরকম গাফিলতি সহ্য করা করা হবে না। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, ভুগর্ভস্ত পানির স্তর নিচে নেমে যাওয়া, উজানে নদীর এক তরফা পানি প্রত্যাহারে চর জেগে ওঠা এবং কৃষিতে ক্রমবর্ধমান যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে তা অতিক্রম করে কৃষি উৎপাদনশীলতা বাড়াতে কৃষির সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। পানির অপচয় কম করে বোরো ধান আবাদের লক্ষ্য অর্জনের প্রতিও গুরুত্ব আরোপ করেন কৃষি মন্ত্রী । শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে রংপুর অঞ্চলের সকল সংস্থা ও দপ্তরের কর্মকর্তাদের সাথে  মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আব্দুল আজিজ এর সভাপতিত্বে সভায় কৃষি গবেষনা ইনষ্টিটিউট এর মহাপরিচালক কৃষিবিদ ড. আবুল কালাম আজাদ, ধান গবেষনা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ড.মুহাম্মদ শাহজাহান কবির, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জমানসহ রংপুর অঞ্চলের কৃষি বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 1480340964405764239

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item