শ্যামপুর সুগার মিলস হাইস্কুলের ১ম পূনর্মিলনী উদযাপিত

মামুনুর রশিদ মেরাজুল-

“এসো শিকড়ে,আনন্দ উল্লাসে” এই স্লোগানে শ্যামপুর সুগার মিলস হাইস্কুলের ১ম পূনর্মিলনী উদযাপিত
হাসি,কান্না, দীর্ঘ পুরোনো বন্ধুদের একত্রে মিলনে “এসো শিকড়ে,আনন্দ উল্লাসে” এই স্লোগানে শ্যামপুর সুগার মিলস হাইস্কুলের ১ম পূনর্মিলনী উদযাপিত হয়েছে গতকাল স্কুল মাঠ মিলায়তনে। স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে ১৯৮২ ব্যাচ থেকে শুরু করে ২০১৭ ব্যাচ ছাত্রছাত্রীদের এক মিলন মেলায় দিন ব্যাপী মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন। কোন এক মহুর্ত  দীর্ঘ দিন পর বন্ধুদের কাছে পেয়ে এক বন্ধু অপর বন্ধুকে জড়িয়ে ধরে ফেলে আসা পুরোনো নানা স্মৃতি স্মরণে আবেগপ্লুতু হয়ে পড়ে । তাদের প্রিয় শিক্ষকদের দীর্ঘ দিন পর কাছে পেয়ে পুরোনো ছাত্রছাত্রী যেন শৈশবের প্রাণ ফিরে পেয়েছেন।
সকাল সাড়ে ৮টায় স্কুল চত্বর থেকে “এসো শিকড়ে,আনন্দ উল্লাসে” এই স্লোগানে এক বিশাল র‌্যালী শ্যামপুর অঞ্চলের বিভিন্ন রোড প্রদর্শন করেন। র‌্যালীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ও গ্্রামাঞ্চলের ঐতিহ্য ধরে রাখতে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ীসহ  জনপ্রিয় বাদকদল অংশগ্রহন করেন। র‌্যালী শেষে স্কুল মিলায়তনে ১ম পূনর্মিলনী সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ, কে,এম দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠ পোষক শ্যামপুর সুগার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কাজী মাহমুদুল হক।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল,রংপুর এর পরিচালক প্রফেসর ডক্টর এ.কে, এম সিরাজুল ইসলাম, নানা স্মৃতি চারণ মুলক বক্তব্য রাখেন ১৯৮৫(৪র্থ ব্যাচ) এর ছাত্র এবং অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মেজর মোঃ জাহাঙ্গীর নাসির মানিক,১৯৮৬(৫ম ব্যাচ) এর ছাত্র ও অনুষ্ঠানের সমন্বয় সচিব মীর মোস্তাফিজুর রহমান চঞ্চল। স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ফাত্তাহ্ । আলোক সজ্জ্বায় সজ্জিত এ মিলন মেলায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান  অনুষ্ঠিত হয় ।  সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ও রংপুরের জনপ্রিয় শিল্পিবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। পূনর্মিলনী উপলক্ষে শ্যামপুর সুগার মিলস কেজি হাই স্কুলের শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন লেখা “কৃষ্ণচুড়ার মায়ায়” নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4191823672172556215

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item