দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূ-কম্পন অনুভূত

 স্টাফ রিপোর্টার:
রংপুর ও রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৭টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তি স্থল ছিল ঢাকা ভূমিকম্প সেন্টার থেকে নর্থ ২৭০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তের কুড়িগ্রামের শেষ প্রান্তে।

ঢাকা ভূমিকম্প নিরূপণ সেন্টার থেকে বেতার সুপারভাইজার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটি ছিল মৃদু ভূমিকম্প। যার উৎপত্তি স্থান ছিল বাংলাদেশ-ভারত এবং দেশের নর্থ জোন সীমান্তের শেষ সীমানায়।

এজন্য রাজশাহী, রংপুর, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে এর মাত্রা এবং স্থায়ীত্ব ছিল কম।

মৃদু ভূমিকম্পের ফলে রাজশাহীতে হালকা ঝাকুনি অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন এবং মুহূর্তের মধ্যেই আতঙ্কিত হয়ে পড়েন।

ভূমিকম্পের সময় সাধারণ মানুষ উঁচু ভবন ও ঘর থেকে আতঙ্কে বেরিয়ে আসেন। তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়-ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4313248280261882197

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item