নাগেশ্বরীতে অপরাজিতা যুব ও নারী সংগঠনের কম্বল বিতরণ
https://www.obolokon24.com/2018/01/kurigram_81.html
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "অপরাজিতা যুব ও নারী
সংগঠন"র উদ্যোগে শীতার্থ বৃদ্ধা ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৯
জানুয়ারি শুক্রবার বিকেলে নাগেশ্বরী কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করেন
সংগঠনটি। নাগেশ্বরী কলেজের অব. সহকারী অধ্যাপক পরেস সেন এর সভাপতিত্বে
বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিতরবন্দ
ডিগ্রি কলেজের অব. অধ্যক্ষ জয়নুল হোসেন সরকার, বিশেষ অতিথি, কবি ও সাংবাদিক
হাফিজুর রহমান হৃদয়, সংগঠনের সভাপতি-বনলতা সেন, সাধারণ সম্পাদক ফাতেমা
খাতুন, প্রচার সম্পাদক-শেফালি খাতুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-ফাতেমা
খাতুন প্রমুখ। আলোচনা শেষে দুস্থ -অসহায় বৃদ্ধা ও শিশুদের মাঝে কম্বল বিতরণ
করা হয়।