কুয়াশা ঢাকা পঞ্চগড়, হাড় কাপানো শীত

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:

কুয়াশায় ঢাকা পঞ্চগড়, হাড় কাপানো শীত।দুপুর ১২টা পর্যন্ত পঞ্চগড়ে সুর্যের দেখা মিলছে না, কুয়াশায় ঢাকা ছিল, গাড়ি চালকদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে সড়কে গাড়ি চালাতে দেখা গেছে। সেই সাথে দেখা গেছে শীত নিবারনের জন্য বিভিন্ন শ্রেনীর মানুষ শীতের গরম কাপড়ের দোকান গুলোতে উপচে পড়া ভীড়। আর সেই সুযোগে দোকানিরাও তাদের ইচ্ছামত দামকষে নিচ্ছে ক্রেতাদের কাছে।
 শীতকাল ঋতু বৈচিত্র্যে হেমন্তের পরেই আসে শীতকাল। হেমন্তের শীতে আগমন হলেও পৌষ, মাঘে হার কাপানো শীতদিয়ে বষন্তকে স্বাগত জানিয়ে বিদায় নেয় শীতকাল। পঞ্চগড়ের শীত মানেই হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল হাওয়া আর দিগন্তজুড়ে ঢাকা ভারী কুয়াশা। কুয়াশায় ঘেরা সকালে ঝার, পাতা, দিয়ে আগুন জ্বালিয়ে শীতনিবারন করার চেষ্টার সাথে এক ধরনের সিদ্ধ পিঠা আগুনে পুড়িয়ে খাওয়ার উৎসব। হিমশীতল সকালে খেজুরের টাটকা রস পান।সেই সাথে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষদের একটি শীতবস্ত্রের জন্য দিক, বিদিক ছুটো-ছুটি ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 9003642347373682635

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item