পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ পরিবার খোলা আকাশের নীচে ৫টি গবাদীপশুর করুন মৃত্যু

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ

পঞ্চগড়ের আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান শৈত্য প্রবাহের মাঝে ঘটে যাওয়া অগ্নিকান্ডের দরুন ক্ষতিগ্রস্থ্য পরিবার গুলো মানবেতর জীবন যাপন করছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরীবাড়ি গ্রামে গতকাল বুধবার (১০ জানুয়ারী) রাত ৯ টার সময় ওই গ্রামের শিক্ষক বাবু বিনয় চন্দ্র বর্মনের মাল রাখার ঘরে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুনের তীব্রতা ভয়াল রুপ ধারন করে পাশর্^বর্তী ললিত, বিবেকানন্দ, দ্বিপেন, দেব শংকর, হরেন্দ্র, সমেশ, দয়াল ও রোহিত চন্দ্র বর্মনের ঘরে ছড়িয়ে পড়লে ৫টি গরুর করুন মৃত্যু সহ নগদ ৪ লক্ষাধিক টাকা, কয়েক শত মন ধান, একটি মোটর সাইকেল, স্যালো মেশিন, বাই সাইকেল, স্বর্ণালংকার, বই-পুস্তক, জমির দলিলসহ সংসারের সব কিছুই খোয়া যায়।
উল্লেখ্য, আটোয়ারীতে কোন ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় পঞ্চগড় এবং বোদা হতে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3910357475268395537

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item