শুভ ইংরেজী নববর্ষ ২০১৮
https://www.obolokon24.com/2018/01/2018.html
পুরোনো বছরে সুখ দু:খ আনন্দ কান্না, সবই ছিল আমাদের মাঝে। আমরা চাই নতুন বছর সবাই কাধে কাধ মিলিয়ে একে অন্যের দুখ কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি। আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। তবেই আমরা নতুন বছররের স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো। এদেশের সোনালী জীবন ও জগৎ ধরা দিক আমাদের মাঝে পুরনো অতীতকে পিছনে ফেলে, নতুনকে স্বাগত জানিয়ে। আর ভবিষ্যৎ বর্ণিল জীবনের গতিময় ছন্দ আনুক। দেশের মানুষের এবং নতুন প্রজন্মের জন্য শুভ কল্যাণ বারতা বয়ে নিয়ে আসুক নতুন উৎসবের অনাগত ভবিষ্যৎ। সুন্দর ও কল্যাণময় বিশ্ব গড়তে বাংলাদেশ হোক নতুন সারথী। আবারো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ভাল থাকবেন সবাই। এই শুভ কামনা রইল।