ঠাকুরগাঁওয়ে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার
https://www.obolokon24.com/2017/12/thakurgaon_50.html
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের একদিন পর আলু ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের একদিন পর আলু ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিতলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রমজান আলী (৩৫) ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ
জানায়, গত বুধবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয় রমজান আলী। এরপর সে আর
বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজিও করলেও তার কোনো হদিস
পাওয়া যায়নি।
বৃহস্পতিবার
দুপুরে বাড়ির পাশের একটি আলু ক্ষেতে রমজানের লাশ দেখতে পায় স্থানীয়রা । পরে
থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ রমজানের লাশ উদ্ধার করে।
বালিয়াডাঙ্গী
থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশে সুরতহাল
রিপোর্ট সম্পন্ন হয়েছে। সেই সাথে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে মর্গে
পাঠানো হয়েছে।