ঠাকুরগাঁওয়ে হানাদার মুক্ত দিবস পালন

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উৎসব মূখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে আজ রবিবার ঠাকুরগাঁওয়ে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা ইউনিট যৌথ আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর মেয়র আকবর হোসেন।

পরে র্যালিতে অংশগ্রহন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটু, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদিউদ্দৌজা বদর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেতারা বেগম প্রমুখ।

র‌্যালিতে ঠাকুরগাঁও ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করেন। বিকেলে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজন সরকারি বালক উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উল্লেখ্য, ১৯৭১ সালের এইদিনে ঠাকুরগাঁও মহকুমা প্রথম শক্রমুক্ত হয়। ২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে হটিয়ে ঠাকুরগাঁও শহর দখল করে নেন এবং ৩ ডিসেম্বর সকালে আপামর জনগণ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওকে পাকহানাদার মুক্ত ঘোষণা দিয়ে শহরে বিজয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উল্লাস করেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5552259347127556299

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item