পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলো বালি ব্যবসায়ীদের দখলে, দেখার কেউ নেই

মোঃ তোতা মিয়া,পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলো বালি ব্যবসায়ীদের দখলে কেনো? এটাই এখন প্রশ্ন সাধারণ মানুষের। অনেক খবরের কাগজে এ বিষয়ে লেখালেখি হলেও এর কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী। রাস্তার ধারে বালি ব্যবসায়ীরা বালি ফেলে রাখার কারণে রিক্সা, ভ্যান, অটোরিক্সা এবং মোটর সাইকেল নিয়ে ভীষণ অসুবিধায় পড়ছে সাধারণ পথচারী মানুষ। অনেক সময় দেখা যায় মোটর সাইকেল আরোহীরা তাদের মোটর সাইকেল নিয়ে বালিতে স্লিপ করে পড়ে যেতে। এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বালি ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বিষয়টি কৌশলে এড়িয়ে যান। পঞ্চগড়ে যে সব সড়কে বালি ব্যবসায়ীরা বালি রাখেন সেসব সড়কগুলো হলো- পঞ্চগড় ব্যারিস্টার বাজার থেকে ভেলকুপাড়া, মাঝিপাড়া, বংশীগঞ্জ হয়ে ভজনপুর পর্যন্ত। এদিকে মিলগেট থেকে দেবীগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে এই বালি রাস্তায় ফেলে রাখেন বালি ব্যবসায়ীরা। শুধু তাই নয়, দশ চাকার ট্রাক রাস্তায় দাড় করিয়ে বালি লোড করার কারণে ভীষণভাবে ছোট ছোট যান চলাচলের অসুবিধা হয় এবং দুর্ঘটনার কারণও ঘটে। তাই এলাকার সাধারণ মানুষের দাবী ব্যবসায়ীরা যেন অবৈধভাবে রাস্তায় বালি না ফেলে। কারণ স্কুলে যাওয়া ছোট ছোট কোমলমতি শিশুরা রাস্তায় বালি ফেলার কারণে তাদের চলাচলের ভীষণভাবে অসুবিধা বোধ করছেন তাদের অভিভাবকরা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8771352205583435655

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item