নীলফামারী জেলা এ্যাডভোকেসী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক>>

নীলফামারী জেলা এ্যাডভোকেসী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের অধিকার সুরক্ষার প্রত্যয়ে সার্প রাইটস প্রকল্প আয়োজিত ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে নীলফামারী স্কাউট ভবন হলরুমে জেলার এ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাভোকেট রমেন্দ্র নাথ বর্ন্ধন বাপী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি এ্যাডভোকেসী প্লাটফর্মের জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক শীর্ষ রহমান, এ্যাডভোকেসী অফিসার পাপন কুমার সরকার, জেলার প্রজেক্ট অফিসার মোহাম্মদ সহিদুল ইসলাম, ডোমার উপজেলা এ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি তৌহিদা জ্যোতি, সাংবাদিক আনিছুর রহমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় এলাকার দলিত ও হরিজন সম্প্রদায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে জেলা কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সহ-সভাপতি হিসাবে ডোমার উপজেলা এ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি তৌহিদা জ্যোতিকে নির্বাচিত করা হয়। এ প্লাটফর্মটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর অধিকার ও স্থায়ীত্বশীল উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে নেটওয়ার্ক অব-নন মেইনষ্ট্রিম মারজিনালাইজড কমিউনিটিস-এনএনএমসি ফাউন্ডেশনের মাধ্যমে দলিত ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান ও বৃহত্তর সমাজে অংশগ্রহনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছে। বক্তাগণ সমাজের অবহেলিত মানুষের পাশে এসে সহযোগীতার হাত বাড়াতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 2732962473130961770

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item