নীলফামারীতে কারিগরি শিক্ষার প্রসারে সুধি সমাবেশ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২১ ডিসেম্বর॥
কারিগরি শিক্ষার প্রসারে সুধি সমাবেশ করেছে নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের উকিলের মোড়ে প্রতিষ্ঠানটির মিলনায়তনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল এ- কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ.কে.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক।সভায় উম্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা ও অভিভাবক আবু হাসান, এনজিও কর্মী সালমা আক্তার, জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক খোকারাম রায়, সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় প্রমুখ।
বক্তারা একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘দেশের অগ্রগতিতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীরা কারিগরি বিষয়ভিক্তিক লেখাপড়া করে দেশ ও বিদেশে বহুমুখি চাকুরিতে প্রবেশ করে উন্নত দেশ গড়তে সহায়ক ভূমিকা রাখছেন। পাশাপাশি এ শিক্ষায় দ্রুত আত্মকর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে।’



পুরোনো সংবাদ

নীলফামারী 3779740998492636707

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item