ডোমারে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>

“সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী ডোমারে ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ডোমার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উদ্যোগে ৩ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ হতে এক র‌্যালী এলাকার প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়। পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হকে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী-(১) ডোমার ডিমলা আসনের আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, থানা অফিসার ইনচার্জ মোকছেদ আলী, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব করিমুল ইসলাম। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আমিনুল হক বাবু, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম বাদশা, সহকারী শিক্ষক লিটন প্রমূখ বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সমাজের সচেতন ও বৃত্তবান ব্যাক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে প্রতিবন্ধীদের পার্শ্বে দাঁড়াবার আহবান জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।   

পুরোনো সংবাদ

নীলফামারী 3765513428342664107

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item