সৈয়দপুরে এনজিও শার্প’র আয়োজনে হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ - হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প বাস্তবায়িত সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় গ্রামীণ বাংলার ঐহিত্যবাহী “ হা-ডু-ডু ” প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে চান্দিয়ার ডাঙ্গায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় আয়োজিত ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, নীলফামারী জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার ও ইসরাত জাহান পল্লবী, নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.  মোস্তফা কামাল।
 এতে উপজেরার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
 স্বাগত বক্তব্য রাখেন সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম শার্প’র নির্বাহী প্রধান মো. মাহবুব-উল-আলম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বোতলাগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য  মো.রবিউল ইসলাম প্রমূখ।
গোটা উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন শার্প’র কর্মী মো. শফিকুল আলম।
প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় চকদুবলিয়া ইয়াং স্পোটিং ক্লাব দল ৩৩-১৮ পয়েন্টে চান্দিয়ার ডাঙ্গা ক্রীড়া সংঘকে পরাজিত করে।
উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন মো. হেলাল হোসেন। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে প্রাচীন বাংলার ঐহিত্যবাহী হা-ডু-ডু খেলাটি উপভোগ করেন।
এ হা-ডু-ডু প্রতিযোগিতায় মোট ৫ টি ক্লাব দল অংশ নিচ্ছে।  

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item