পাগলাপীরে ক্ষতিগ্রস্থদের মাঝে পূজা উদ্যাপন পরিষদ ও রামকৃষ্ণ মিশনের অর্থ অনুদান প্রদান ॥

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
ফেসবুকে ধর্মকে অবমাননার অভিযোগ তুলে রংপুরের পাগলাপীরের ঠাকুর পাড়ায় দুর্বৃত্তের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ এলাকায় বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও রামকৃষ্ণ মিশন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নামে দুটি সংগঠন পৃথকভাবে পরিদর্শন এবং নগদ অর্থ ও বস্ত্র বিতরন করেছেন। শুক্রবার সকাল ১১টায় পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্থদের বাড়ীঘর পরিদর্শন শেষে ঘরবাড়ী ও মন্দির নির্মানে আর্থিক সহায়তা প্রদানে এক সম্প্রীতি সভার আয়োজন করেন। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার মিঃ ডিঃ এন চ্যাটার্জী, বিশেষ অতিথি যুগ্ম সাধারন সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, যুগ্ম সম্পাদক এড. শ্যামল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অংকুরজিত সাহা নব, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে, প্রচার সম্পাদক সাগর হালদার, কেন্দ্রীয় সদস্য ভবতোষ সরকার, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা রতœা ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সভাপতি মনোমালী পাল, এ সময় স্থানীয় আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি, হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পলাশ চন্দ্র রায়, সভাপতিত্ব করেন হিন্দু কল্যাণ ট্রাষ্টি বোর্ডের সদস্য এড. রতিশ চন্দ্র মৌমিক বাবু সোনা, সার্বিক সহযোগীতায় ছিলেন রংপুর জেলা মহানগর পূজা উদ্যাপন পরিষদ। উল্লেখ্য সম্প্রীতি সভার পূর্বে পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারকে ৫ হাজার করে ৫৫ হাজার টাকা এ ছাড়া শাড়ি লুঙ্গি, ধুতি ও গীতা বিতরণ করা হয়। অপর দিকে এর আগে সকাল ১০টায় রামকৃষ্ণ মিশন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নামে সংগঠন এর উদ্যোগে ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারকে ১০ হাজার করে ১ লক্ষ ৪০ হাজার টাকা, এ ছাড়া ১টি গীতা, শাড়ি লুঙ্গি, ধুতি কম্বল বিতরন করা হয় এবং ৩টি মন্দির সংস্কারের জন্য ২৫ হাজার করে ৭৫ হাজার অনুদান প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 4185074957501960011

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item