পঞ্চগড় করতোয়া নদীতে রাতের আঁধারে আবারো ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় করতোয়া নদীতে রাতের আঁধারে আবারো ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন।এলাকার মানুষের অভিযোগ সিদ্দিক নামের ড্রেজার মেশিন মালিক অবৈধ ভাবে পাথর উত্তোলনে বোদা, পঞ্চগড় সীমানার ফুলতলা, সালশিরী এলাকার করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের কারণে কৃষকের ফসলি জমি বিলিন হয়ে যাচ্ছে। নদীতে দেখা দিচ্ছে প্রকৃতিক বিপর্যয়, ধ্বংষ হচ্ছে বনভূমি। তার পরেও থামছে না সিদ্দিকের অবৈধ ড্রিল-ড্রেজার মেশিন।সিদ্দিকের কারণে ফুলতলা, সালশিরী এলাকার মানুষ কেউ শান্তিতে নেই। কিছু দিন আগে অনেকেই অভিযোগ করেছেন এই ড্রেজার মেশিনের প্রতিবাদ করা নিয়ে দন্দে ঐ এলাকার এক ব্যক্তির খামারের প্রায় ৮ শত মুরগী ইঁদুর মারা গ্যাস টেবলেট দিয়ে মেরে ফেলে। এ বিষয়ে থানায় একটি মামলাও হয়েছে। তারপরেও সে এখন আবার রাতের আধারে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করেই যাচ্ছে। প্রশাসন কেন নিরব এটাই এখন ঐ এলাকার মানুষ ভাবছে। তবে ঐ এলাকার মানুষ এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তা না হলে ঐ এলাকার কৃষকের ফসলি জমি করতোয়া নদীতে বিলিন হয়ে যাবে। তাছাড়াও এলাকার মানুষের অভিযোগ ড্রেজার মেশিন রাতের বেলায় চালানোর কারণে ড্রেজারের মেশিনের বিকট শব্দে ঘুমাতে পারছে না, ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জের সাথে কথা হলে তিনি বলেন আমি কয়েক বার অভিযান পরিচালনা করেছি তার পরেও ড্রেজার চালাচ্ছে সিদ্দিক তিনিও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3729392907171322221

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item