পঞ্চগড়ে এল.জি.ডি. র্নিমিত বিভিন্ন সড়কে বেহাল দশা করছে ১০ চাকার ট্র্যাক

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে এল.জি.ডি. র্নিমিত বিভিন্ন সড়কে বেহাল দশা করেছে ১০ চাকার ট্র্যাক দেখার কেউ নেই। পঞ্চগড় জেলার এল.জি.ডি র্নিমিত পকেট সড়কগুলির বেহাল দশা করেছে পঞ্চগড়ে পাথর, বালি ব্যবসায়ীরা। এসব সড়ক দিয়ে এখন সাধারণ ছোট যান বাহন ও সাধারণ মানুষ চলাচলের ভীষন ব্যাঘাত হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, ওভার লোডিং ১০ চাকার ট্র্যাক এসব পকেট সড়কগুলি বিভিন্ন জায়গায় ফেটে ভেঙ্গে যাওয়ায় এখন আর ছোট যান বাহনের চলাচল করার ভীষন ভাবে অসুবিধা হয়ে পড়েছে। তাছাড়া পঞ্চগড়ের পাথর বালির ব্যবসায়ীরা রাস্তার দুপাশে পাথর বালি ফেলে সড়কগুলো তারা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে রেখেছে। এজন্য বিভিন্ন সময় নানা দূর্ঘটনা ঘটে। এ বিষয়ের কতৃপক্ষের কাছে বার বার অভিযোগ করেও এলাকাবাসীর কোন লাভ হয়নি। দেধারছে চলছে ১০ চাকার গাড়ি। ভাঙ্গছে সড়ক, বাড়ছে মানুষের দূর্ভোগ। এ বিষয়ে পঞ্চগড় এল.জি.ডি প্রকৌশলীর কাছে এ বিষয়ে কথা বললে তিনি জানান, আমরা আমাদের স্টিমেট অনুযায়ী কাজ করেছি এখন যদি ঐসব সড়ক দিয়ে অবৈধ ভাবে ১০ চাকার গাড়ি ঢুকিয়ে রাস্তার ক্ষতি করে সেই বিষয়ে আপনারা লেখা লেখি করতে পারেন। আমরা আমাদের স্টিমেট অনুযায়ী কাজ করেছি এতে কোন সন্দেহ নেই।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7246048941227856505

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item