পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় অবিরাম চলছে অবৈধ ড্রেজার মেশিন দেখার কেউ নাই

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধ:

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় অবিরাম চলছে অবৈধ ড্রেজার মেশিন দেখার কেউ নাই। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। অপূর্ব রূপের লিলাভূমি ভারতের হিমালয় কন্যা কুমারীকে ঘেষে স্বপ্নের শহর তেঁতুলিয়া। এই তেঁতুয়ার মাটি সোনার চেয়েও খাটি। এই পঞ্চগড়ের পাঁচটি উপজেলার মাটির ধরন খুবই ভালো। তাই সব ধরনের ফসল ফলানো সম্ভব। যেমন ধান, গম, পাট, কাউন, ধেমসি, শরিষা, পানের বড়, ডাল, আখ, কলা, আলু, সোয়াবিন, বাগানের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, তেসপাতা সহ চা বাগান তাছাড়াও বিভিন্ন প্রকার শাক-সবজি তো আছেই। তারপরেও তেঁতুলিয়ার কিছু অসৎ ভূমি দস্যুরা হাইকোর্টের আইন ভঙ্গকরে বিভিন্ন নদ-নদী ও ফসলি জমি থেকে ড্রিল ড্রেজার মেশিন দিয়ে দিনে রাতে অবৈধ ভাবে পাথর উত্তোলন করছে। পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলাকে ধংসের পথে নিয়ে যাচ্ছে দেখার কেউ নেই। যে সব এলাকা থেকে পাথর উত্তোলন করছে সে সব এলাকাগুলো হলো তেঁতুলিয়া উপজেলার সংগঠন এলাকার ভারত ঘেষা সাওনদী ও তার আশ পাশের ফসলি জমি দেখে মনে হয় যেন আমরা কোন আরব দেশে এসেছি। শুধু বালু আর বালু। এ বিষয়ের পরিবেশবিদরা জানান মাটির ১০০ থেকে ১৫০ ফিট গভীর থেকে ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের কারনে, যেহেতু পাশ্ববর্তীর হিমালয় পাহাড়টি খুব নিকটবর্তী হওয়ায় কোন এক সময় তীব্র ভূমিকম্প হলে পুরো তেঁতুলিয়া উপজেলা ২০ থেকে ৩০ ফিট গভীরে তলিয়ে যাবে, তাতে কোন সন্দেহ নেই। তাই আজকে যারা পাথরের লোভে এসব অবৈধ কাজে লিপ্ত তারা হয়তো এই তেঁতুলিয়া উপজেলাকে ভোগ করলেও তাদের পরবর্তী প্রজন্মরা হয়তো এই তেঁতুলিয়া উপজেলাকে ভোগ করতে পারবে না। তাদের জীবন হুমকির মূখে রেখে যাচ্ছেন তারা, এ বিষয়ে সন্দেহ নেই। তেঁতুলিয়া উপজেলার সচেতন মানুষের কাছ থেকে জানা যায় যে প্রশাসনের লোক জনেরাও এসব ড্রেজার চালকদের কাছ থেকে মোটা অংকের ফায়দা লুটছে বলে এসব অবৈধ ড্রিল ড্রেজার মেশিন তারা বন্ধ করতে ব্যর্থ। একেই বলে শরিষাতেই ভূত।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1155586354898494309

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item