নাগেশ্বরীতে ‘বাল্যবিয়ে বন্ধ করি, শিশু অধিকার রক্ষা করি’ করণীয় আলোচনা সভা

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

“বাল্যবিয়ে বন্ধ করি, শিশু অধিকার রক্ষা করি” এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা কর্মশালা হয়। বেসরকারী এনজিও ব্র্যাক এর জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইসচেয়ারম্যান মুজিবুল হক খন্দকার, মহিলা ভাইসচেয়ারম্যান ফেরদৌসী বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, ব্র্যাক’র কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক জাহিদুর রহমান, নাগেশ্বরী শাখা ব্যবস্থাপক (দাবী) আকবর হোসেন, ভুরুঙ্গামারী উপজেলা ব্যবস্থাপক মৃণাল কান্তি রায়, শিক্ষা কর্মসূচীর সংগঠক, ওয়াজেদুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য) লোকমাস হোসেন, উপজেলা টিইউপি ম্যানেজার সুমাইয়া সুলতানা প্রমূখ। আলোচনা শেষে দুপুর দুইটা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজ এবং ইউনিয়ন থেকে আসা ইউপি সদস্য, কাজী, শিক্ষক, এবং নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 1427022020925804305

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item