ডিমলায় ভেজাল সারের কারখানায় অভিযান চলছে

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৬ নবেম্বর॥
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের একটি ভেজাল সার কারখানায় অভিযান চলছে। আজ রবিবার সন্ধ্যা হতে ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের নেতৃত্বে পুলিশের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। সূত্র মতে, ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামীর ব্যাংক সংলঘœ এম এস এগ্রো ম্যার্কেটিং ভেজার সার কারখানাটির অবস্থান। গোপন সংবাদের ভিত্তিতে চলমান অভিযানে সেখানে বিপুল পরিমান ভেজার সার মজুত অবস্থায় পাওয়া গেছে।
মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতনাই বালাপাড়া গ্রামের কাবুল হোসেনের ছেলে হাসনাত কবির স্বপনের মালিকানাধীন এই ভেজার সার কারখানার সার তৈরির মাটি, ইটের গুড়া, বালু, রং এবং বিভিন্ন কম্পানীর নামে ছাপানো সারের প্যাকেট পাওয়া গেছে। এসময় ভেজার সারের মালিক অভিযানের আগেই পালিয়ে গেছে। অভিযান শেষে ভেজার সারের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, অভিযানের সঙ্গে তিনি অবস্থান করছেন। এখানে অবৈধ ভেজাল সার তৈরির কারখানা দেখা যাচ্ছে।



পুরোনো সংবাদ

নীলফামারী 5080076591244212667

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item