ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা


আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় শারমিন আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সামাদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ওই এলাকার চেয়ারম্যান আব্দুস সালাম।

স্কুলছাত্রী শারমিন আক্তার (১২) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সামাদপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে।

শারমিন আক্তার (১২) ওই এলাকার দুওসুও উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

দুওসুও ইউনিয়ন সামাদপাড়া এলাকার ১নং ওয়ার্ডের ইউপি সদস্য দরিবুল্লাহ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৫ অক্টোবর) দুপুরে স্কুল থেকে ফেরার পর শারমিন খাওয়া দাওয়া করে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায়।
মাঠ থেকে ঘাস কেটে বাসায় ফেরার পর নিজের শয়ন ঘরে বাশেঁর বিমের সাথে ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করে।

শারমিনের মা বিকেলে আসরের নামায পড়ার জন্য ঘরে ঢুকলে শারমিনকে ঝুলন্ত অবস্থা দেখে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় গলার ফাঁস খুলে নামানোর পুর্বেই শারমিন মুত্যুবরণ করে।

দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান শারমিনের পরিবারের বরাত দিয়ে জানান, শারমিনের ছোট থেকেই মৃগিরোগের সমস্যা ছিল। 
সে কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন ও স্থানীয়রা মনে করছেন বলে তিনি জান।

পুরোনো সংবাদ

নির্বাচিত 6738563171989193586

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item