ঠাকুরগাঁওয়ে সোনালী ব্যাংকে নিয়ম বর্হিরভূতভাবে ১৩ জন শিক্ষকের টাকা কর্তন ও হিসাব নম্বর ফ্রিজ

জে.ইতি হরিপুর ঠাকুরগাও প্রতিনিধিঃ
 
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিয়ম বর্হিরভূতভাবে ১৩ জন শিক্ষকের ১ লাখ ৪৬হাজার ১২০ টাকা কর্তন ও হিসাব নম্বর ফ্রিজ করার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের ম্যানেজার আনিসুর রহমানের বিরুদ্ধে। ব্যাংক কর্তৃপক্ষ সম্পূন্ন অবৈধ, নিয়ম বর্হিরভূত, হয়রানির উদ্দেশ্যে করেছেন বলে জানান শিক্ষকরা।  জেলা প্রাথমিক অধিদপ্তর ও শিক্ষক সূত্রে জানা যায় ঠাকুরগাঁও জেলাধীন হরিপুর উপজেলার ১৩জন প্রাথমিক শিক্ষকের শান্তি বিনোদন ভাতার ১ লাখ ৪৬হাজার ১২০ টাকার বিল ২০১৭ সালের ১৩ জুন এলএসসি করে স্থানীয় হিসাব রক্ষণ অফিসে বিলটি দাখিল করা হয়। ঐ সালের ২৮ জুন হিসাব রক্ষণ অফিস বিলটি পাশ করে এ্যাডভাইসসহকারে ম্যানেজার সোনালী ব্যাংক হরিপুর শাখায় প্রেরণ করেন। ম্যানেজার হরিপুর শাখা সংশ্লিষ্ট ১৩ জন শিক্ষকের ব্যাংক হিসাব নম্বরে জমা করেন। এর মধ্যে ৭ থেকে ৮ জন শিক্ষক জমাকৃত টাকা উত্তোলন করেন। কয়েকদিন পর বাকি শিক্ষকগণ টাকা উত্তোলন করতে গেলে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ  জনান যে, ঐ শিক্ষকদের হিসাব নম্বরের লেনদেন ফ্রিজ (স্থগিত) করা হয়েছে। ঈদুল আযহা উৎসব ভাতা ও গত জুলাই মাসের বেতন বিল থেকে ১৩ জন শিক্ষকের ১১ হাজার ২’শত চল্লিশ টাকা হারে মোট ১ লাখ ৪৬হাজার ১২০ টাকা কর্তন করা হয়েছে। যা সম্পূন্ন নিয়ম বহিরভূত, অন্যায় ও অযৌক্তিক বলে মনে করেন কর্তৃপক্ষ। ভূক্তভোগীরা জানান বিষয়টির প্রেক্ষিত্রে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উর্ধতন কর্তৃপক্ষ  অবগত করা হয়েছে। যার প্রেক্ষিতে হরিপুর উপজেলা শিক্ষা অফিসার (চ:দা:) নূরুল ইসলাম, ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড হরিপুর শাখা কর্তৃক অবৈধভাবে শিক্ষদের টাকা কর্তন করার প্রতিকার চেয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস ঠাকুরগাঁও বরাবরে  গত ১৩ সেপ্টেম্বর লিখিত ভাবে আবেদন জানান। ব্যাংক কর্তৃপক্ষ প্রতিকারের কোন উদ্যোগ  গ্রহণ না করায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক বিষয়টি প্রতিকারের জন্য প্রিন্সিপাল অফিস ঠাকুরগাঁও বরাবরে গত ১৮ সেপ্টেম্বর আবেদন জানান । প্রত্যন্ত অঞ্চল হতে আসা শিক্ষকগণ এব্যাপারে কোন প্রতিকার না পেয়ে হতাশা গ্রস্থ হয়েছেন বলে জানান তারা। ভূক্তভোগী সহকারি শিক্ষক নুরুজ্জামান জানান আমরা বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা আমাদের আবেদনের প্রেক্ষিতে প্রতিকারে প্রয়োজনিয় উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি মনে করেন অকারণে কোন ভাবেই আমাদের ব্যাংক হিসাব ফ্রিজ করতে পারে না বলে জানান। তিনি আরো বলেন ব্যাংক কর্তৃপক্ষ এব্যাপারে তদন্ত টীম গঠন করেছে, তাদের প্রতিবেদন পেলেই ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।  এব্যাপারে হরিপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন ব্যাংক কর্তৃপক্ষ সম্পূন্ন অবৈধ ভাবে এ কাজটি করেছেন। নিজেদের ভূলের কারণে দোষ চাপাচ্ছে শিক্ষকদের ওপর। শিক্ষকদের পক্ষ থেকে আবেদন জমা দেয়া হয়েছে। যদি কোন সুরাহা না হয়, তাহলে আমারা আইনগত পদক্ষেপ নিতে বাধ্য থাকব। সোনালী ব্যাংক, হরিপুর শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান  জানান বিষয়টি সম্পূন্ন মিথ্যা এর জন্য ব্যাংক কর্তৃপক্ষ দায়ী নহে। শিক্ষকদের বিল ভাতাদি হিসাব রক্ষণ অফিস বিলটি পাশ করে এ্যাডভাইসসহকারে আমাদের কাছে পাঠালে সে অনুযায়ি আমরা স্ব-স্ব ব্যাংক হিসাবে পোষ্টিং দেই।  কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেতনভাতাদি ও চেক পাঠাতে দেরি করায় এ সমস্যার সৃষ্টি হয়। টাকা কর্তন বিষয়ে জানতে চাইলে তিনি জানান ব্যাংকের নীতিমালা রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ইচ্ছা করলেই তা করতে পারবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দীক বলেন ব্যাংক কর্তৃপক্ষের ভূলের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের ভূলের কারণে সাধারণ শিক্ষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে জানান তিনি। আমরা এর প্রতিকার চেয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড প্রন্সিপাল অফিস, বরাবরে চিঠি প্রদান করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিত বলে মনে করে। এর ফলে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান ব্যবহত হচ্ছে বলে তিনি জানান  

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4735939208053735635

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item