জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ

ডেস্ক-
জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে নতুন ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এতে উত্তরাঞ্চলে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে তা পুরন হবে।

আজ শুক্রবার বেলা ১১টায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। নসরুল হামিদ বলেন, এছাড়া ভেড়ামারায় আরও ৫শ’ মেগাওয়াট ও সৈয়দপুরে দেড়শ’ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছে সরকার।

এর আগে তিনি তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও প্রকল্প কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ, প্রকল্পের প্রধান পরামর্শক শান্তানু চৌধুরীসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুরে কয়লা ভিত্তিক ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। নতুন প্রকল্প থেকে আগামী নভেম্বরে অরো ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ

পুরোনো সংবাদ

প্রধান খবর 260595454005876236

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item