নাগেশ্বরীতে মরহুম আলহাজ সাইফুর রহমান কল্যাণ ট্রাস্টের গাছের চারা বিতরণ

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রামের নাগেশ্বরীতে "মরহুম আলহাজ্ব  সাইফুর রহমান কল্যাণ ট্রাস্ট "-এর উউদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর রোববার সকাল ১১টায় নাগেশ্বরী কলেজ হলরুমে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের প্রায় ২শ ছাত্র-ছাত্রীকে ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে সংগঠনটি। শিক্ষার্থীদের হাতে গাছের  চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথ বিশিষ্ট শিক্ষানুরাগী, সঙ্গিত শিল্পী ও নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য ও শংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আবৃত্তিকার, প্রভাষক ররেজাউল করিম রেজা। এসময় প্রধান অতিথি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মিথ্যাচার, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, নোংরামি, বাল্যবিবাহ, অপকর্ম, মানুষ-ঘৃণা, হিংসা, প্রতিহিংসা, লোভ, দুর্নীতি, পিতা-মাতার প্রতি অবাধ্যতা, শিক্ষক-বিদ্বেষ, দেশদ্রোহী এবং মৌলবাদী চেতনাকে বর্জন করার দৃপ্ত শপথ করান । এতে সবাই এক বাক্যে গাছ হাতে নিয়ে চিৎকার করে বলে ওঠে আমরা কোনোদিন মাদক সেবন করবো না , আমরা কোনোদিন ইভটিজিং করবো না , আমরা দুর্নীতি সইবো না এবং দুর্নীতি করবো না ইত্যাদি এরকম অনেক শপথ পাঠ করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2236054858300856464

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item