জলঢাকায় সড়ক পরিবহন মালিক গ্রুপ একাংশের মতবিনিময় ও সংবাদ সম্মেলন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার দুপুরে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের একাংশ। স্হানীয় ডাকবাংলোয় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ সভাপতি ও জলঢাকা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেলের সভাপতিত্বে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজি তারিকুল ইসলাম নান্নু। লিখিত বক্তব্য তিনি বলেন - আমরা ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জের সাধারন মালিক ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি গন জেলার সড়ক পরিবহন মালিক গ্রুপের বর্তমান সভাপতি শাহাজাহান চৌধুরীর অনিয়ম স্বেচ্ছাচারীতা, অগঠনতান্ত্রিক কর্মকাণ্ড ও পেশীশক্তির বিরুদ্ধে একজোট ও ঐক্যবদ্ধ হয়েছি । তিনি অবৈধভাবে প্রভাব বিস্তার করে এই অঞ্চলের সাধারন মটর মালিকদের পরিবহণ ব্যবসায় মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্ত করছে । তিনি ডিমলা, ডালিয়া ও রংপুর যাত্রীসেবার এই গুরুত্বপূর্ণ সড়কটি ষঢ়যন্ত্র করে অকার্যকর করার চেষ্টায় লিপ্ত। এরকম সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারনে বর্তমান সভাপতি শাহাজাহান চৌধুরী এর আগে সৈয়দপুর সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতির পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নান্নু কাজি আরো বলেন আমরা ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ অঞ্চলের সাধারন পরিবহন মালিকগন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহাজাহান চৌধুরীর এরকম অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে  তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যাত্রীসেবার মান উন্নয়ন ও মটর মালিকদের স্বার্থ রক্ষার জন্যেই এই মতবিনিময় ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান তিনি। এসময় উপস্হিত ছিলেন জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের দপ্তর সম্পাদক মোফাখখায়রুল ইসলাম, কার্যকরী সদস্য লাকিয়া আক্তার লাকি, সাধারন সদস্য নাজিম উদ্দীন আলম সবুজ, সদস্য ও জলঢাকা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রশীদ, মাগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ছাইদুল ইসলাম , ডিমলা জমির উদ্দীন প্রমুখ। মতবিনিময় অনু্ষ্ঠানে আরো উপস্হিত ছিলেন জেলার সাধারন মটর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1380298898275864327

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item