উচ্চ মাধ্যমিকেই নির্বাহী পরিচালক জলঢাকার শিরিন !

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি-

পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় বিয়ে ঠিক করা হয়। সহপাঠীদেরসহযোগিতায় সে বিয়ে বন্ধ কাে পড়াশুনা চালিয়ে যায় শিরিন আকতার (আশা) । এ বছর উচ্চ মাধ্যমিক পাশ কওে ¯œাতক শ্রেনিতে ভর্তি হরার চেষ্টা চালিয়ে যাচ্ছে  সে। দরিদ্র পরিবারের মেয়ে শিরিনকে এ পর্যন্ত আসতে অনেক সংগ্রাম করতে হয়েছে । শিশু অধিকার কর্মী শিরিন এলাকার অনেক মেয়ের কাছে এক অনুপ্রেরনার নাম শিরিন । সে এবার আলোচিত হয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা  উদয়াঙ্কুর সেবা সংস্থার  নির্বাহী পরিচালকের  আসনে বসে! ৩ অক্টোরব মঙ্গলবার দিন ব্যাপি সে নির্বাহী পরিচালক উদয়াঙ্কুর সেবা সংস্থার  (ইউএসএস) প্রতীকি ভুমিকা পালন করে । ঐ দিন শিরিন সকালে উদয়াঙ্কুর সেবা সংস্থার  (ইউএসএস) নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলীর কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে  প্রথমে সহকর্মীদেও  সাথে পরিচিতি ও মতবিনিময় করেন ।পরে সে নীলফামারী জলার পলাশবাড়ী ইউনিয়নে সংস্থার মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন । এ বিষয়ে শিরিন বলেন ” উদয়াঙ্কুর সেবা সংস্থার  (ইউএসএস) নির্বাহী পরিচালক হতে পেরে আমি ভীষণ আনন্দিত হয়েছি । এখন আমি এমন একটি দায়িত্বশীল পদে আসিন হবার স্বপ্ন দেখছি । আমি ভবিষ্যতে ”নারী ও শিশুদেও উন্নয়নে কাজ করতে চাই ” এ বিষয়ে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর এর বিভাগীয় ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল কুদ্দুছ জানান যে, ১১ অক্টোবর আর্ন্তজাতিক নারী দিবস । এ উপলক্ষে ২০১৬ সাল থেকে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ গালর্স টেকওভার কর্মসুচির আয়োজন করে আসছে । এই কর্মসুচির মাধ্যমে একজন কিশোরী বা যূবা নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভুমিকা পালন করতে সহায়তা করা হয়, যাতে তার মধ্যে বড় হওয়ার, ভাল কিছুকরার স্বপ্ন তৈরী হয়, আত্ববিশ^াস জন্ম নেয় । এ কর্মসুচির আওতায় রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট,ও রংপুর জেলায় বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা , বিভিন্ন উপজেলার ইউএনও, ইউপি চেয়ারম্যান,ও বেসরকারী সংস্থার প্রধানের দায়িত্ব পালনে সহায়তা করা হচ্ছে শিরিন এর মত  ১৩ জনকে। উদায়াঙ্কুর সেবাসংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী বলেন , শিরিনআজকে এ পদে সফলভাবে  দায়িত্ব পালন করেছে ।আমি মনে করি আজকে এ কর্মসুচিতাকে ভবিষ্যতে বড় হবার এবং ভাল কিছু করার প্রেরণা জোগাবে । জলঢাকা উপজেলার আরাজিশিমূলবাড়ী গ্রামের মোঃ মনিরুল ইসলাম ও বুলবুলি বেগম দম্পতির মেয়ে শিরিন স্থানীয় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে এ উচ্চ মাধ্যমিক পাশ করেছে ।  জলঢাকা উপজেলা শিশুফোরামের সভাপতি শিরিন ২০০৯ সাল থেকে নিজ এলাকায় শিশু বিয়ে প্রতিরোধ, ঝওে পড়া শিশুদেও স্কুলমুখী করা, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সচেতনতামুলক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে । সে ২০১৪ সালে স্পেনে অনুষ্টিত আর্ন্তজাতিক গার্লস টেকওভার কর্মসুচিতে অংশগ্রহণ করে ।স্পেনের বাজধানী মদ্রিদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, পার্লামেন্ট মেম্বার ও সুশিল সমাজের অংশগ্রহণে র‌্যালি,আলোচনা সভা,বিতর্কসহ নানা আয়োজনে অংশগ্রহণ করে।অনুষ্ঠানেবাংলাদেশের পক্ষে শিরিন আক্তার নিজএলাকারশিশু অধিকারপরিস্থিতি, জন্মনিবন্ধন ও শিশুবিবাহবন্ধে তার শিশু দলেরভূমিকাতুলেধরেন। ৬ থেকে ১২ অক্টোবর’১৪ পর্যন্ত এ সব কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্লান ইন্টারন্যাশনাল  স্পেন অফিসের আমন্ত্রণে শিরিন এসব কর্মসূচিতে অংশ নেয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1949045523859275133

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item