দিনাজপুরে বিআরটিএ’র আয়োজনে নিরাপদ সড়ক দিবস উদযাপন

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি” এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে উদযাপিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৭। ২২ অক্টোবর রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) দিনাজপুর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম। র‌্যালীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাছুম সারোয়ার, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সাদাকাতুল বারী, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ নুরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, অফিস সহকারী মোঃ আমিনুল ইসলাম, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দীন, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হারুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পুরোনো সংবাদ

দিনাজপুর 2771698049123481117

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item