নাগেশ্বরীতে কার্যকরী গ্রাম আদালত পরিচালনা ও সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনদের ভূমিকা শীর্ষক আলোচনা

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত “বালাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) সপ্রকল্পের বাস্তবায়নে” কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার,  মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, ভাইস চেয়ারম্যান মজিবুল ইসলাম খোন্দকার বেলাল, উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান, যুব উন্নয়ন অফিসার মনজুর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, প্রাণি স¤পদ অফিসার, সমাজসেবা অফিসার প্রমুখ। এছাড়াও সকল ইউনিয়নের চেয়ারম্যান ও প্রকল্পটির ইউএনডিপির প্রতিনিধি, আ.ফ.ম রুকুনুল ইসলাম ডলার, ইপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান লিখনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক ও কারিগরী সহযোগিতায় রয়েছে ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এবং সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। উল্লেখ্য প্রকল্পটি উপজেলার সকল ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে যা সাধারণ জনগণকে সহজ ও দ্রুত গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সুবিধা দিয়ে থাকে।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 5280839468696432381

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item