কিশোরীগঞ্জে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৫ সেপ্টেম্বর॥
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের মিজানুর রহমান বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জমি জবর দখলের অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আজ মঙ্গলবার বিকালে উপজেলা শহরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন তিনি।
অপর দিকে নর্থ পোল্ট্রি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম অভিযোগ  করে বলেন তাদের ক্রয়কৃত জমি দখল করে মিজানুর রহমান বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপন করেছে।
উপজেলার চাঁদখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানবলেন, ২০১৫ সালে উত্তর চাঁদখানা গ্রামের আব্দুর রশিদের কাছ থেকে একই দাগের (৬৭২৬) এক একর চার শতক জমির মধ্যে ১৫ শতক জমি ক্রয় করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি। এরপর থেকে বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠভাবে চলে আসলেও গত ২৪ আগস্ট নর্থ পোল্ট্রি প্রাইভেট লিমিটেডের জমি দাবি করে ওই প্রতিষ্ঠান কতৃপক্ষ জবর দখল করেন। এঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি। জবর দখলের কারণে বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় ৬০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
অপর দিকে এব্যাপারে নর্থ পোল্ট্রি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ওই দাগে ৬৩ শতক জমি ক্রয় করে ফার্মের লেবার শেড নির্মাণ করা হয়েছিল। ওই লেবার শেডে রাতারাতি সাইনবোড তুলে দখলের চেষ্টা করেন মিজানুর রহমান। সেখানে বিদ্যালয়ের কোন কার্যক্রম নেই।  তিনি জানান, ওই দাগে জমি ক্রয়ের দলিলে ৬৩ শতকের দিক উল্লেখ রয়েছে। জমি ক্রয়ের ওই দলিলে মিজানুর রহমান স্বাক্ষী হিসাবে স্বাক্ষর করেছেন। ক্রয়ের পর থেকে কোম্পাণী ও জমি ভোগদখল করে আসছে। মিজানুর রহমান ভুয়া কাগজপত্র তৈরী করে সেই জমি দখলের পায়তারা চালাচ্ছেন।
ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলে মিজানুর রহমান এলাকার মানুষজনকে জাল দলিলের মাধ্যমে প্রতারনা করে আসছে।
এব্যাপারে কিশোরীগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে, উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4828573827864823090

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item