সুন্দরগঞ্জে মন্ডপগুলোতে অনুদান দিলেন প্রয়াত এমপি লিটনের বোন
https://www.obolokon24.com/2017/09/gaibandha_30.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুজা ম-প পরিদর্শন পূর্বক অর্থিক অনুদান প্রদান করেছেন প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন শিল্পপতি আফরোজা বারী।
শনিবার বিজয়া দশমীর দিন পর্যন্ত তিনি উপজেলার ১শ' ২৮ পুজা ম-প পরিদর্শনকালেকরেন। এময় তিনি আয়োজকদের কাছে সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পুজা ম-পে নগদ অর্থ প্রদান করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান- হাফিজা বেগম কাকলী, বামনডাঙ্গা ইউনিয়ন আ'লীগের সভাপতি- সমেশ উদ্দীন বাবু, আ' লীগ নেতা- মিজানুর রহমান, দীপক কুমার বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবছর উপজেলায় ১শ' ২৯ পুজা ম-পে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবার কথা থাকলেও ভুল বশতঃ একই মন্দিরকে ভিন্ন ২ নামে ব্যবহার করা হয়েছে। ফলে ১শ' ২৮ ম-পে পঁজা অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচার্য জানিয়েছেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুজা ম-প পরিদর্শন পূর্বক অর্থিক অনুদান প্রদান করেছেন প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন শিল্পপতি আফরোজা বারী।
শনিবার বিজয়া দশমীর দিন পর্যন্ত তিনি উপজেলার ১শ' ২৮ পুজা ম-প পরিদর্শনকালেকরেন। এময় তিনি আয়োজকদের কাছে সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পুজা ম-পে নগদ অর্থ প্রদান করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান- হাফিজা বেগম কাকলী, বামনডাঙ্গা ইউনিয়ন আ'লীগের সভাপতি- সমেশ উদ্দীন বাবু, আ' লীগ নেতা- মিজানুর রহমান, দীপক কুমার বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবছর উপজেলায় ১শ' ২৯ পুজা ম-পে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবার কথা থাকলেও ভুল বশতঃ একই মন্দিরকে ভিন্ন ২ নামে ব্যবহার করা হয়েছে। ফলে ১শ' ২৮ ম-পে পঁজা অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচার্য জানিয়েছেন।