ডোমারে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে আজ ২ সেপ্টেম্বর শনিবার সকাল ৮.৩০ মিনিটে ঈদ-উল-আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আলাাহ পাকের হুকুম কোরবানীকে সামনে রেখে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলিম উম্মার উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো উক্ত ঈদগাঁহ ময়দানে। উক্ত জামাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, ময়দানের বাৎসরিক আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করেন, কমিটির অর্থ সম্পাদক আল-আমিন রহমান। উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আলহাজ্ব মনোয়ার হোসেন, পৌর বিএনপি’র সভাপতি প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান, জাতীয় পার্টির সভাপতি আনজারুল হক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম সহ সকল স্তরের হাজারো মুসুল্লি নামাজে অংশ নেয়। মাঠের পার্শ্বে নানা ধরনের পরশা সাজিয়ে প্রায় ৫০টি দোকান স্থান পায়, দোকান গুলোতে বিশেষ করে শিশুদের পাশাপাশী সকল বয়সের  ক্রেতাদের  কেনাকাটায় ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে। প্রথম জামাতের নামাজ পরিচালনা করেন, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি আলহাজ্ব হযরত মাওঃ মাহামুদ বীন আলম। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 9164759718441666228

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item