ডোমারে কর্মসূর্চী অবহিতকরণ সভা
https://www.obolokon24.com/2017/08/domar_29.html
আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ হলরুমে আজ মংগলবার দিনব্যাপী অবহিতকরণ সভা করেছে প্ল্যান ইন্টারন্যাশন্যাল ও ল্য্যাম্ব ডোমার উপজেলা শাখা । প্ল্যান ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ রংপুর বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ হ্ষিকেশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবিহা সুলতানা । অবহিত সভায় আলোচনা করেন প্ল্যান ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ,রংপুরের কমিউনিকেশন স্পেশালিষ্ট বিপ্লবী রানী রায়, শো প্রকল্প,ল্যাম্ব ডোমার শাখার টেকনিক্যাল কোর্ডিনেটর আলোচক আলতাফ হোসেন, ফিল্ড কোর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, কেয়া রানী রায় প্রমুখ । মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে আলোচনা শেষে ডোমার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার পরিকল্পনা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে
এতে প্রায় উপজেলার ২০ জন সাংবাদিক অংশ নেয় ।
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ হলরুমে আজ মংগলবার দিনব্যাপী অবহিতকরণ সভা করেছে প্ল্যান ইন্টারন্যাশন্যাল ও ল্য্যাম্ব ডোমার উপজেলা শাখা । প্ল্যান ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ রংপুর বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ হ্ষিকেশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবিহা সুলতানা । অবহিত সভায় আলোচনা করেন প্ল্যান ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ,রংপুরের কমিউনিকেশন স্পেশালিষ্ট বিপ্লবী রানী রায়, শো প্রকল্প,ল্যাম্ব ডোমার শাখার টেকনিক্যাল কোর্ডিনেটর আলোচক আলতাফ হোসেন, ফিল্ড কোর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, কেয়া রানী রায় প্রমুখ । মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে আলোচনা শেষে ডোমার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার পরিকল্পনা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে
এতে প্রায় উপজেলার ২০ জন সাংবাদিক অংশ নেয় ।