চিলাহাটি গামী রুপসা আন্তনগর ট্রেনে অজ্ঞানপার্টির খপ্পরে পরে বাঁশ ব্যবসায়ী সর্বশান্ত


এ,আই পলাশ, চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি ঃ 



চিলাহাটি গামী রুপসা ট্রেনে অজ্ঞানপার্টির খপ্পরে পরে ইমান আলী (৬৫) এক ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৭ জুলাই)সকালে চিলাহাটী রেলষ্টেনে রুপসা আন্তনগর ট্রেন থেকে রেলওয়ের নিরাপত্তা সদস্যরা(আরএনবি) তাকে উদ্ধার করে। আরএনবি সূত্রে জানা যায়, খুলনা থেকে রুপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭.৩০ মিনিটে চিলাহাটি রেলস্টেশনে পৌছার পর ওয়াশফিট লাইনে নিয়ে গেলে চিলাহাটি রেলওয়ের নিরাপত্তা সদস্যরা  ট্রেনের বগিতে অজ্ঞাত এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে বগি থেকে নামিয়ে নিরাপদ স্থানে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করেন।সন্ধ্যা ৭টার দিকে উক্ত ব্যক্তির কিছুটা জ্ঞান ফিরে আসলে জানা যায় তার নাম ইমান আলী (৬৫) সে পাবনা জেলার ঈশ্বরদীর বুনাই নগর  গ্রামের মৃত: ওমর আলীর ছেলে।সে একজন বাঁশ ব্যবসায়ী। সে পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিগঞ্জ এলাকায় বাঁশ ক্রয়ের জন্য চার লক্ষ  পাঁচ হাজার টাকা নিয়ে আসার সময় দিনাজপুরের ফুলবাড়ি রেলস্টেশনে তাকে কয়েকব্যক্তি নিজেরা  বাঁশ ব্যবসায়ীর কথা বলে তার সঙ্গে ভাব জমিয়ে ফেলে।পরে তাকে বিস্কুট খাইয়ে ও সেভেন আপ পান করিয়ে তার সব টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 3710723905216725534

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item