পীরগঞ্জে প্রধান শিক্ষক কর্তৃক স্কুল মাঠ ভাড়া দিয়ে শুভংকরের ফাঁকি দিয়ে খালিশা মিশন সড়কটি সংস্কার সম্পন্ন

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধি- 
  
রংপুরের পীরগঞ্জে প্রায় দেড় মাস ধরে খালিশা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন সাজুর নিকট বিদ্যালয়ের মাঠ ভাড়া নিয়ে শুভংকরের ফাঁকি দিয়ে চৈত্রকোল ইউনিয়নের ছিলিমপুর মরা নদীর ব্রীজ হইতে গোপালপুর পর্যন্ত সড়কটি নি¤œ মানের বিটু মিন দিয়ে কাজ করার অভিযোগ ওঠেছে। জানা গেছে, রংপুর সড়ক বিভাগের পীরগঞ্জ প্রকৌশলী (এলজিইডি)’র অধীনে উপজেলার ছিলিমপুর হইতে গোপালপুর পর্যন্ত প্রায় ১৬৬০ মিটার সড়কটির টেন্ডার আহ্বান করেন কর্তৃপক্ষ এতে বরাদ্দ হয় ১ কোটি ১৪ লক্ষ টাকা।

টেন্ডারের পর লটারীর মাধ্যমে মের্সাস প্রিন্স এন্টারপ্রাইজ ইমারত হোসেন মিঠাপুকুর রংপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায়। গতকাল শনিবার সরেজমিনে সড়কটির অনিয়মের সত্যতা পাওয়া যায়। এদিকে বিদ্যালয়টি বন্ধ থাকায় কোমলমতি শিশুরা বিদ্যালয়ে আসতে না পারায় অভিভাবকের ক্ষোভ প্রকাশ করে বলেন প্রধান শিক্ষক মাস খানেক আগে ঠিকাদারের নিকট একটি শ্রেণিকক্ষ ও মাঠ ভাড়া দিয়েছেন বলে এলাকাবাসী জানান। অপর দিকে ওইদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঠিকাদার ইমারত হোসেন ইঞ্জিনিয়ার অফিসের উপসহকারী প্রকৌশলী সাহিদার রহমান ও কার্যসহকারী আফিছ এবং বেলাল না থাকায় নামে মাত্র বিটুমিন দিয়ে সড়কটি কাজ সম্পন্ন করেছেন। এব্যাপারে ইঞ্জিনিয়ার অফিসের উপসহকারী প্রকৌশলী জানান কাজটি সঠিক ভাবেই হচ্ছে। প্রধান শিক্ষক রুহুল আমিন সাজু জানান ঠিকাদারকে আমি বাধা দিয়েছি। তবে তারা জোর করে আমার অনুমতি ছাড়াই মালামাল রেখেছেন। বিষয়টি আমি শিক্ষা অফিসারকে অবগত করেছি। এবিষয়ে শিক্ষা অফিসার জোবায়েদা বেগম জানান আমি অবগত হয়েছি, প্রধান শিক্ষককে উপজেলা নির্বাহী বরাবরে আবেদন করার জন্য বলেছি, তবে তিনি এখনও করেনি। ইঞ্জিনিয়ার মজিবর রহমানের মুঠোফোন- ০১৭১৪৫২৩৮৬৭  নম্বরে একাধিকবার কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

পুরোনো সংবাদ

রংপুর 5401580223959322476

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item