নীলফামারীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৬ জুলাই॥
নীলফামারীতে চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। আজ রবিবার সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গীমোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার তিন শতাধিক ইবতেদায়ী মাদ্রার শিক্ষক কর্মচারীরা অংশ গ্রহন করেন। 

এসময় সেখানে সমিতির জেলা শাখার সভাপতি আবু মুসা ভূইয়ার সভাপতিত্বে বক্তৃতা দেন সহসভাপতি লেবু মিয়া, মজনুর রহমান, হাফিজুল ইসলাম, আব্দুল জলিল, আবু বক্কর সিদ্দিক জাফর, মকসুদুল মমিন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে মাদ্রাসা শিক্ষা বোডের রেজিস্টেশন প্রাপ্ত ছয় হাজার ৭৯৮টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। সরকার প্রাথমিক শিক্ষার সকল বিদ্যালয় জাতীয়করণ করলেও একই শিক্ষা প্রদানের এসব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা বেতন অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন। এসময় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান তারা। 
বক্তারা জানান, রেজিস্টেশন প্রাপ্ত মাদ্রাসার মধ্যে মাত্র একহাজার ৫১৯ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা সরকারী অনুদানভুক্ত। বাকি পাঁচ হাজার ২৭৯ প্রতিষ্ঠান রয়েছে অনুদানের বাইরে। 
শেষে শিক্ষামন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতারা। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান ওই স্মারকলিপি গ্রহন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2330550680532750198

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item