জলঢাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত নেতার নিষ্ঠুরতা

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নীলফামারীর জলঢাকায় এক জামায়াত নেতার নির্দেশে হাত ভেঙ্গে দিয়েছে এক আওয়ামীলীগ কর্মীর। জামাত নেতার নিষ্ঠুরতার স্বীকার ঐ দরিদ্র পরিবারটি  এ ঘটনার ১৫ দিন পরে চিকিৎসা নিয়ে এসে জহির উদ্দিন জামাতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন আহত আ"লীগ কর্মীর স্ত্রী লায়লা বানু। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের সাবেক জামায়াতের  রোকন জহির উদ্দিন তার বাড়ীর পাশে নিচু জমিতে মাছ ধরার জন্য কারেন্ট ফাস জাল দিয়ে রাখেন। ঘটনার দিন সকালে পাশ্ববর্তী মামলার বাদী লায়লা বানুর দেবরের  ৫ বছরের ছেলে জাল থেকে একটি পুঁটিমাছ বের করে। এ সময় জাল ছিরে ফেলার অভিযোগ এনে শিশুটিকে মারধর করেন অভিযুক্তরা। এঘটনার জের ধরে পরদিন ৯ জুলাই শিশুটির চাচা আ"লীগ কর্মী মোস্তাফিজুর রহমান মোস্তা তার কর্মস্থল জলঢাকায় বাইসাইকেল যোগে যাওয়ার পথে জামায়াত নেতা জহিরের নির্দেশে তার ৪ ছেলে হারুন, মামুন, মাজেদুল ও মাহবুব সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এসময় মোস্তার ডান হাতের হাড় ভেঙ্গে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত জামায়াত নেতা জহিরের সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ঘটনার সত্যতা শিকার করে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এ,বি,এম, নুরুজ্জামান আবু বলেন, আহত আমাদের ওই কর্মী ন্যায্য বিচার পাবে এটাই আশা করি। জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, ইতিমধ্যে অভিযোগটি নথিভূক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আসামী ধরার ব্যাপারে জোর প্রচেষ্টা চলছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8471702357616671690

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item