ডোমারে জিনের বাদশা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে জিনের বাদশা প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে গ্রাম পুলিশ। ডোমার সদর ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার বাবলু ও অফিজ উদ্দিন শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা এলাকা থেকে কুষ্টিয়া জেলার দৌলতপুর পারশিতলা গ্রামের মিনারুল ইসলামের ছেলে রানু (২৫) ও একই জেলার মীরপুর উপজেলার হিদিরামপুর গ্রামের ছামিউল ইসলামের ছেলে সোকিন আহম্মেদ (১৮)’কে আটক করে। এলাকাবাসী জানান, তারা দুজন মিলে কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার নয়নপুর গ্রামের নয়নপুর দারুস উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোডিং ও এতিম খানার নামে চাঁদা আদায়ের রশিদ দিয়ে টাকা উত্তলনের পাশাপাশী গ্রামের সহজ সরল মহিলাদের জ্বীন পরীদের কথা বলে ৪/৫ জনের কাছে প্রায় ১৫/২০ হাজার টাকা হাতিয়ে নেয়। সহিদুল ইসলাম জানান, আমার বাড়ীতে গিয়ে আমার স্ত্রীকে তাবিজ দিয়ে বলে, আমাদের ৫হাজার টাকা দিলে ৩দিন পরে ১০ হাজার জ্বাীন দিয়ে যাবে বলে ৫হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি মানুষের সন্দেহ হলে তাদের আটক করে গণধোলাই দেয়। শেষে সকলের টাকা ফেরত দিলে তাদের ছেড়ে দেয় গ্রামবাসী। পাশের গ্রামে গিয়ে আবারো ওই কাজ শুরু করায় গ্রাম পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় সোর্পদ্দো করে। থানা পুলিশ তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করে পরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 2201132820412253944

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item