নীলফামারীতে ৫৭ ধারা বাতিলের দাবীতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৭ জুলাই॥
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ধারা বাতিলের দাবীতে আইনমন্ত্রী বরাবরে স্বারকলিপি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নীলফামারী জেলা কমিটি। 

আজ সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের কাছে ওই স্বারকলিপি হস্তান্তর করা হয়। 
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক নূর আলমের নেতৃত্বে স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সদস্য আব্দুর রশিদ শাহ প্রমুখ। 
স্বারকলিপিতে উল্লেখ করা হয় সারাদেশে সাংবাদিকদের মাঝে আতংকের বিষয় হয়ে দাড়িয়েছে ৫৭ধারা। অনেক সাংবাদিক এই ধারার রোষানলে পড়ে সর্বশান্ত হচ্ছেন, সুস্থ্যধারার সাংবাদিকতার পরিপন্থি ৫৭ধারা বাতিল করে ধারাটির কবলে পড়া সাংবাদিকদের মুক্তি দাবী জানানো হয় ওই স্বারকলিপিতে। 
স্বারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন আইনমন্ত্রী বরাবরে স্বারকলিপিটি প্রেরণের আশ্বাস দেন সংগঠনের প্রতিনিধিদের।

পুরোনো সংবাদ

নীলফামারী 8861069811661507247

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item