আটোয়ারীতে হাতেনাতে গরু চোর আটক করলো গ্রামবাসী

তোতা মিয়া,পঞ্চগড় প্রতিনিধিঃ-
গরু চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে মোশারফ হোসেন ছুটু(৪০) নামে এক পেশাদার গরু চোর।মঙ্গলবার ভোর রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাধীন আলোয়াখোয়া ইউনিয়নের ঝাকোয়াপাড়ায় ঘটনাটি ঘটেছে। জানা যায়,ওই গ্রামের মৃত: খনেশ্বর বর্মন এর ছেলে গ্রামের শ্রী ভাগ্য বর্মন বাড়ি থেকে গরু চুরি করছিল তিন চোর।তিনি যে ঘরে ঘুমায় সে ঘরেই গরু রাখেন। ঘুমন্ত অবস্থায় চোর ও গরুর নড়া চড়ার শব্দ শুনতে পেলে তার সন্দেহ হয়। তিনি টের পেয়ে চিল্লা হুল্লা শুরু করলে চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামের লোকজন চোর চোর শুনতে পেলে দ্রুত এলাকাবাসী চোরদের আটক করার চেষ্টা  করে। এলাকাবাসীর হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা  করে চোর ।কিস্তু বাঁশের বেড়ার সাথে ধাক্কা খেলে ছুটু চোরের বাম পাশের চোখের নিচে আহত বা জখম হয়ে মাটিতে পরে যায়। এলাকাবাসী তৎখনাৎ তাকে ধরে মাটপিট দিয়ে বেধে ফেলে।কিন্তু আরো ২ চোর মোঃ জব্বার গ্রাম- আলসিয়াখানা, পিতা- অজ্ঞাত ও মোঃ শহিদুল, পিতা ও গ্রাম- অজ্ঞাত পালিয়ে যেতে সক্ষম হয়। চোর মোশারফ হোসেন ছুটুর বাড়ি খোলা পাড়া, ধাক্কামারা ইউনিয়ন পঞ্চগড় সদরে। তারা তিন জনেই পেশাদার চোর। পঞ্চগড় থেকে পিকআপ ভ্যান ভাড়া করে গরু চুরি করার জন্য আটোয়ারী উপজেলায় আসেন। এলাকাবাসী চোরকে ধরার পর আলোয়াখোয়া ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে শ্রী ডাব্লুর সহযোগীতায় চোরকে নিয়ে আটোয়ারী থানায় হস্তান্তার করে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ চোরের চোখে জখম দেখে তিনি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক চিকিৎসার জন্য পাঠান। পরে পুনরায় থানায় নিয়ে আসেন। একই রাতে একই ইউনিয়নে আরো দুটি বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। মোঃ আবু তালেব(২৬) পিতা- সইফুল, গ্রাম- বামনকুমার শাহাপাড়া তার একটি লাল রংগের ষাড় চুরি হয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪০-৪২ হাজার টাকা। অন্যদিকে শ্রী যদুনাথ সিংহ পিতা- মৃত: বৃক্ষনাথ সিংহ, গ্রাম- বালিয়া তাহারো একটি ষাড় চুরি হয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪৮-৫০ হাজার টাকা। এলাকাবাসীর সন্দেহ সম্পুর্ন চুরি ঘটনার সাথে এই চোর চক্র জড়িত। শ্রী ভাগ্য বর্মন বাদী হয়ে চোরের বিরুদ্ধে মামলার  প্রস্তুতি নিচ্ছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8942470877335834092

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item