জলঢাকায় পিঁয়াজ ও মুগ প্রদর্শনীর বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি-
নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত পিঁয়াজ ও মুগ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান, উপজেলা মৎস্য অফিসার মিনার হাফিজ ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার হাসান আল বান্না। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার এবং উপসহকারী ক্ষুদ্র সেচ প্রকৌশলী ওয়াসিম আকরাম। বাস্তবায়িত ২০ টি পিঁয়াজ প্রদর্শনীর প্রত্যেক কৃষককে পিঁয়াজ বীজ সংরক্ষণের  জন্য ১ টি করে বানা ও ৩ টি করে ক্যারেট  প্রদান করা হয়। এবং ০৮ মুগ প্রদর্শনীর কৃষকদেরকে ০১ টি করে বীজ সংরক্ষণ পাত্র ড্রাম বিতরণ করা হয়। অতিথিবৃন্দ কৃষক বান্ধব সরকারের কোন প্রকল্প বা কর্মসূচি ছাড়াই রাজস্ব খাতের এহেন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিসমূহ গ্রহন করে ছড়িয়ে দেয়ার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2610563002760009784

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item